অন্যের বাগানের গাছ নিজের মনে করেছে প্রতারক!
    সীতাকুণ্ডে বাগানের ভুয়া মালিক সেজে শতাধিক গাছ বিক্রির অভিযোগ

    সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে ভুয়া মালিক সেজে অন্যের বাগানের শতাধিক গাছ কেটে বিক্রি করে দিয়েছে একটি চক্র। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দাখিল করেছে বাগানের মালিক মোঃ দিদারুল আলম। আজ বৃহস্পতিবার উপজেলার গোলাবাড়িয়া এলাকায় এঘটনা ঘটে।

    অভিযোগের সূত্রে জানা যায়, মুরাদপুরের মধ্যম ভাটেরখীল এলাকায় মোঃ দিদারুল আলমের দুই একর জায়গায় একটি গাছের বাগান থেকে একশত ইউকালেক্টর গাছ কেটে এক ব্যাবসায়ীর কাছে ৭০ হাজার টাকা বিক্রি করে দেয় মোঃ জাবেদ (৪০) নামের এক ব্যক্তি। সে গোলাবাড়িয়া গনি ভূঁইয়ার বাড়ির মৃত দেলোয়ার হোসেনের পুত্র।

    এব্যাপারে গাছের মূল মালিক মোঃ দিদারুল আলম বলেন, জাবেদ ভুয়া মালিক সেজে আমার দুই একর জায়গার উপর করা বাগান থেকে প্রায় একশত ইউকালেক্টর গাছ কেটে বাড়বকুণ্ড এলাকার মোঃ জিয়াউর রহমান নামে এক ব্যাবসায়ীর কাছে ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়। এঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঐ এলাকা পরিদর্শন করেছে।

    বিএম/কামরুল/রাজীব..