৬৯ এলাকার পানি বেশি দূষিত, আদালতে ওয়াসার প্রতিবেদন জমা

    ৬৯ এলাকার পানি বেশি দূষিত, আদালতে ওয়াসার প্রতিবেদন জমা

    এই প্রথম ওয়াসার দূষিত পানির বিষয়টি স্বীকার করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছে কর্তৃপক্ষ। ওয়াসার দেয়া প্রতিবেদনে বলা হয় ঢাকার ৬৯ এলাকার পানি বেশি দূষিত। বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রিপোর্ট জমা দেয়া হয়।

    প্রতিবেদনটিতে বলা হয় ওয়াসার সরবরাহকৃত বাসা বাড়ির ট্যাপের পানি পরীক্ষা করে এই প্রতিবেদন দেয়া হয়। এসময়, কেবল পানি উৎপাদন করা ওয়াসার এমডির দায়িত্ব নয়, মানুষের দোরগোড়ায় বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়ায় তার কাজ বলে মন্তব্য করে আদালত।

    ওয়াসার পানি দূষণের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধানের মতামত জানতে চায় আদালত। ২১ মে তাকে আদালতে হাজিরের নির্দেশ দেয়া হয়েছে।

     

    আরো খবর:: চট্টগ্রাম ওয়াসার উন্নয়ন প্রকল্পে অনিয়ম : মন্ত্রণালয় ও দুদকের তদন্ত দাবি

    ওয়াসার দূষিত পানি দিয়ে এমডিকে শরবত খাওয়ানোর প্রস্তাব