পঞ্চপাণ্ডবের জয়ের ‘হাফসেঞ্চুরি’

    বাংলাদেশ দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন পাঁচ ক্রিকেটার। এ কারণে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে পঞ্চপাণ্ডব বলা হয়।

    সোমবার (১৩ মে) ত্রিদেশীয় সিরিজে উইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটে জয় তুলে ফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ দল। দারুণ এই জয়ের ম্যাচে একাদশে ছিলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদ।

    ত্রিদেশীয় সিরিজের উইন্ডিজ ম্যাচ জয় দিয়ে তিন ফরম্যাট মিলে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০তম জয় পেয়েছেন এই পাঁচ ক্রিকেটার। এরই সাথে এক সাথে জয়ের ‘হাফসেঞ্চুরি’ হাঁকালেন তারা। পঞ্চপাণ্ডবের ১০৩তম ম্যাচে উইন্ডিজের বিপক্ষে এই অর্জন আসে।

    টাইগার দলে আগে ছিলেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুৃজা। তারপর আগে থেকেই। ২০০৫ থেকে ২০০৭ সালের মধ্যে জাতীয় দলের জার্সিতে পঞ্চপাণ্ডবের চার সদস্য সাকিব, তামিম, মুশফিক ও রিয়াদের অভিষেক হয়। সেখান থেকে বাংলাদেশ দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা।

    বিএম/রনী/রাজীব