আফগানদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের সহজ জয়

    টন্টনে বিশ্বকাপের ১৩তম ম্যাচে আফগানিস্তানকে হেসেখেলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। পরে ব্যাট করে কেন উইলিয়ামসনের দল এদিন ম্যাচ জিতে ৭ উইকেটের ব্যবধানে।

    বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৪১.১ ওভার ব্যাট করেই অলআউট হয়ে যায় আফগানিস্তান। দলের পক্ষে এদিন দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন ৪ জন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৫৯ রান আসে হাশমতউল্লাহ শহীদীর ব্যাট থেকে। এছাড়া ওপেনার হজরতউল্লাহ জাজাই ৩৪, নূর আলী জাদরান ৩১ ও আফতাব আলম ১৪ রান করেন।

    নিউজিল্যান্ডের পক্ষে জিমি নিশাম একাই শিকার করেন পাঁচটি উইকেট। এছাড়া চারটি উইকেট শিকার করেন লকি ফার্গুসন, একটি উইকেট পান কলিন ডি গ্র্যান্ডহোম।

    মাথায় আঘাত পেয়ে এদিন বল হাতে আক্রমণে আসা হয়নি রশিদ খানের। দলের সেরা বোলারের অনুপস্থিতিতেই ফিল্ডিংয়ে নামে আফগানিস্তান। জয়ের লক্ষ্যে খেলতে নামা নিউজিল্যান্ডকে ভালো শুরু এনে দিতে পারেননি ওপেনাররা। কারণ মার্টিন গাপটিল সাজঘরে ফিরে যান কোনো রান না করেই। আরেক ওপেনার কলিন মুনরো আউট হয়ে যান ২২ রান করে।

    তবে এরপর প্রতিরোধ গড়ে তোলেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দলকে জেতানো রস টেলর। তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি গড়ে দুজনে গড়ে দেন সহজ জয়ের ভিত। টেলর ৪৮ রান করে বিদায় নিলেও উইলিয়ামসনের ব্যাট থেকে আসে অপরাজিত ৭৯ রান। ১৩ রানে অপরাজিত টম লাথামকে নিয়ে ১০৭ বল হাতে রেখেই ম্যাচ জিতে মাঠ ছাড়েন উইলিয়ামসন।

    আফগানিস্তানের পক্ষে তিনটি উইকেটই শিকার করেন আফতাব আলম।

    সংক্ষিপ্ত স্কোর

    আফগানিস্তান ১৭২ (৪১.১ ওভার)
    শহীদী ৫৯, জাজাই ৩৪, নূর আলী ৩১
    নিশাম ৩১/৫, ফার্গুসন ৩৭/৪

    নিউজিল্যান্ড ১৭৩/৩ (৩২.১ ওভার)
    উইলিয়ামসন ৭৯*, টেলর ৪৮, মুনরো ২২
    আফতাব ৪৫/৩

    ফল: নিউজিল্যান্ড ৭ উইকেটে জয়ী

    সেরা খেলোয়াড় : নিশাম

    বিএম/এমআর