ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মি.অধিনায়ক

    বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ক্রিকেটাররা এখন ইংল্যান্ডে। সেখানেই এবার তাদের কাটাতে হবে ঈদ। দেশের ঈদের মত আনন্দঘন পরিবেশে বিদেশে নিশ্চয়ই ঈদ পালন করা যাবে না। আর তাই বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার পরিবার পৌঁছে গেছেন সুদূর ইংল্যান্ডে।

    সোমবার (৩ জুন) মাশরাফির স্ত্রী ও সন্তানদ্বয় পৌঁছে যান ইংল্যান্ডে। তাই মাশরাফি আজ ঈদ পালন করছেন পরিবারের সাথেই।

    ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি-কন্যা হুমায়রা জানায়, ‘বাংলাদেশের জন্য সবাই দোয়া করবেন। বাবার জন্য দোয়া করবেন, যেন সুস্থভাবে খেলতে পারে।’

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দারুণ জয়ে আসর শুরুর পর ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আর এই ফুরফুরে আমেজ নিয়েই সুদূর ইংল্যান্ডে তারা পালন করছেন পবিত্র ঈদুল ফিতর। বাংলাদেশে ঈদ ৫ জুন হলেও ইংল্যান্ডে ৪ জুন পালিত হচ্ছে ঈদ।

    ঈদের শুভেচ্ছা জানিয়ে মাশরাফি বলেন, ‘ঈদের শুভেচ্ছা সবাইকে। আমাদের তো ঈদ এখানেই। খেলা ঈদ আমাদের। আপনারা ঈদ করুন। দোয়া করবেন আমাদের জন্য।’

    টিম হোটেলে আমোদে সময় কাটানো ক্রিকেটার মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘ঈদের জন্য পাঞ্জাবি পায়জামা দেশ থেকেই নিয়ে এসেছি। ঈদে সেরকম কোনো পরিকল্পনা নেই, যেহেতু বিকেলে প্র্যাকটিস আছে। টিমের সাথে সবাই ঈদ করব, ভালোভাবে কাটবে আশা করছি। পরিবার ছাড়া প্রথম ঈদ। আশা করব দেশের সবাই ভালোভাবে ঈদ করবেন। ঈদ মোবারক সবাইকে।’

    মোসাদ্দেকের মত ঈদ শুভেচ্ছা জানিয়েছেন পেসার রুবেল হোসেনও। একইসাথে বাংলাদেশ দলের জন্য চেয়েছেন দোয়া।

    বিএম/এমআর/আরএস