উচ্চাভিলাসী বাজেট : বিএনপি

    সরকারের প্রস্তাবিত ২০১৯-২০২০ অর্থবছরের বাজেটকে উচ্চাভিলাসী ও জনগণের বিরুদ্ধে গেছে বলে দাবি করেছে বিএনপি।

    শুক্রবার বিকেলে গুলশানে চেয়ারপাসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটি বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে এ প্রতিক্রিয়া দেয়।

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘গতকাল বৃহস্পতিবার অর্থমন্ত্রী ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার উচ্চাভিলাসী বাজেট ঘোষণা করেছেন। বাজেটের আকার বড় করার মাধ্যমে চমক সৃষ্টির প্রতিযোগিতায় নেমেছেন তিনি।’

    তিনি বলেন, ‘এই বাজেট মিষ্টি কথায় চিড়ে ভেজানোর বাজেট। আকার বড় করার এ প্রগলতা বছর শেষে ঠিকই চুপসে যেতে দেখা যায়। ফলে বাজেট নিয়ে জনমনে কোনো উচ্ছ্বাস নেই।’

    মির্জা ফখরুল বলেন, ‘এ বাজেট জনগণের সম্পূর্ণ বিরুদ্ধে গেছে। এটা গণবিরোধী বাজেট।’

    তিনি আরও বলেন, ‘সরকার জনগণকে বাইরে রেখে যেভাবে নির্বাচন করেছে, একইভাবে বাজেটও দিয়েছে।’

    সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

    বিএম/এমআর