কাল বিএনপির বাজেট প্রতিক্রিয়া

    প্রস্তাবিত বাজেট নিয়ে বিএনপি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে আগামীকাল শুক্রবার।

    বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ প্রতিক্রিয়া জানানো হবে।

    বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান পরিবর্তন ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, ‘মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে প্রস্তাবিত বাজেট বিষয়ে বিএনপির অবস্থান তুলে ধরবেন।’

    অবশ্য বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সংসদে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।

    পরে বনানীর নিজ দফতরে এক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘সামষ্টিক অর্থনীতি নষ্ট হয়ে গেছে। এজন্য ঋণ নির্ভর বাজেট দিতে হচ্ছে। এই যে মিলিয়ন মিলিয়ন ডলারের বাজেট, টাকা কিন্তু পাবলিকের পকেট থেকেই কাটা হবে।’

    এ সময় তিনিও জানান, দলীয়ভাবে বিএনপি আগামীকাল শুক্রবার বাজেট বিষয়ে প্রতিক্রিয়া জানাবে।

    বিএম/এমআর