কিংবদন্তি ফুটবলার প্লাতিনি গ্রেপ্তার

    ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। মধ্যপ্রাচ্যের এই দেশটিকে ভেন্যু হিসেবে নির্বাচনে অন্যতম সিদ্ধান্ত গ্রহণকারী ছিলেন উয়েফার সাবেক প্রেসিডেন্ট ও ইউরোপীয় ফুটবলের প্রধান মিশেল প্লাতিনি।

    ওই সিদ্ধান্তের পেছনে দুর্নীতি থাকতে পারে এমন সন্দেহের জেরেই গ্রেপ্তার করা হলো এই ফরাসী ফুটবল কিংবদন্তিকে।

    স্থানীয় সময় মঙ্গলবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠ থেকে প্লাতিনিকে গ্রেপ্তার করে ফরাসী পুলিশ।

    সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, ২০০৭ সালের জানুয়ারিতে উয়েফা প্রেসিডেন্টের দায়িত্ব পান ৬৩ বছর বয়সী প্লাতিনি। ২০১৬ সালে ফুটবল থেকে ছয় বছরের জন্য নিষিদ্ধ হওয়ার কারণে তিনি এই পদ থেকে দাঁড়ান। পরে অবশ্য তার ওপর এই নিষেধাজ্ঞা দুই বছর কমানো হয়।

    চলতি বছরের মার্চে প্লাতিনির ওপর ওই নিষেধাজ্ঞা শেষ হয়। এর দুই মাস পরই কাতারে বিশ্বকাপের সিদ্ধান্তে দুর্নীতির গন্ধ পেয়ে তাকে গ্রেপ্তার করা হলো। তবে শুধু প্লাতিনিই না, ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ক্লাউডি গুয়ান্টকেও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়। তবে তাকে গ্রেপ্তার দেখানো হয়নি।

    প্লাতিনিকে সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ধরা হয়। তিনি ১৯৮৩, ১৯৮৪ ও ১৯৮৫ সালে পরপর তিনবার ব্যালন ডি’অর খেতাব পান। এছাড়া শতাব্দির সেরা ফুটবলারের তালিকায় প্লাতিনিকে ছয় নম্বরে রেখেছে ফিফা।

    বিএম/এমআর