কোপার সেমিতে ব্রাজিল

    প্যারাগুয়েকে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠেছে ব্রাজিল। নির্ধারিত সময়ে গোল হয়নি। ম্যাচ গড়য় টাইব্রেকারে।

    পোর্তো আলেগ্রেতে বাংলাদেশ সময় শুক্রবার সকালে শেষ আটের ম্যাচে টাইব্রেকারে ৪-৩ গোলে প্যারাগুয়েকে হারিয়ে জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

    ২০১১, ২০১৫, ২০১৯। টানা তৃতীয়বারের মতো প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিলের খেলা গড়াল টাইব্রেকারে। শেষ দু’বার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল।

    আর ২০১৫ আসরে প্যারাগুয়ের কাছেই টাইব্রেকারে বিদায়টা এসেছিল ঠিক আজকের দিনেই, ২৮ জুন।

    পুরো ম্যাচ আক্রমণত্মক খেলেও আরও একবার গোল করতে ব্যর্থ হয়েছিল তিতের দল। টাইব্রেকারে যাওয়ার পর তাই হয়তো প্যারাগুয়ের ইতিহাস পুনরাবৃত্তির আশঙ্কায়ই ছিল ব্রাজিল।

    কিন্তু শেষ পর্যন্ত প্যারাগুয়ের তিন দান নয়, হল ব্রাজিলের ‘থার্ড টাইম লাকি’। শেষ চারে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা বা ভেনেজুয়েলা।

    গ্রেমিওর মাঠে নির্ধারিত সময় পরও গোলশূন্য থাকার পর খেলা গড়ায় টাইব্রেকারে। উইলিয়ান, মার্কিনহস, ফিলিপ কুতিনিয়ো গোল করলেও চতুর্থ কিক থেকে বল বাইরে মারেন ফিরমিনো। প্যারাগুয়ে মিস করেছিলে নিজেদের প্রথম শট। কিন্তু ফিরমিনোকে কিছুক্ষণ পরই স্বস্তি দেন ডেরলসিল গঞ্জালেস। প্যারাগুয়ের পঞ্চম কিকটি তিনি মারেন বাইরে দিয়ে। এরপর গ্যাব্রিয়েল হেসুস সফল স্পট কিক নিয়ে নিশ্চিত করেন ব্রাজিলের জয়।

    এর আগে ৫৮ মিনিটে বালুবুয়েনা লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পরও ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে বাকি সময়ে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। প্রথম কর্নারটা পেতেই ব্রাজিলকে অপেক্ষা করতে হয়েছিল ৬০ মিনিট পর্যন্ত। কোয়ার্টার ফাইনালে ওঠা দলগুলোর ভেতর প্যারাগুয়ে সবচেয়ে নিচে।

    বিএম/এমআর