চট্টগ্রামে দশ হাজার ইয়াবাসহ পুলিশের এসআই গ্রেফতার

    চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ পুলিশের এসআই সিদ্দিকুর রহমানকে গ্রেফতার করেছে র‌্যাব এবং পুলিশের যৌথ টিম।

    শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় নগরীর আগ্রাবাদ সিজিএস কলোনি থেকে তাকে গ্রেফতার করা হয়।

    পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের উপ-কমিশনার মো. শহীদুল্লাহ এ খবর নিশ্চিত করেন।

    মো. শহীদুল্লাহ বলেন, গ্রেফতার ওই পুলিশ সদস্যের নাম মো. সিদ্দিকুর রহমান। তিনি নগর পুলিশের বন্দর জোনে টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত।

    শহীদুল্লাহ বলেন, সিদ্দিকুর মোটর সাইকেলে করে ইয়াবাগুলো নিয়ে নগরের আগ্রবাদ সিজিএস কলোনির বাসায় যাচ্ছিলেন। সে সময় গোপন খবরের ভিত্তিতে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এবং র‌্যাব যৌথ অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে।

    গোয়েন্দা পুলিশের তৎপরতা বুঝতে পেরে এসআই সিদ্দিকুর রহমান এক মাস আগে কর্ণফুলী থানা থেকে বদলী হয়ে ট্রাফিক বিভাগে যোগ দেয়। কিন্তু র‌্যাব-৭ গোপনে তথ্য নিতে থাকে। শেষ পর্যন্ত শুক্রবার বিকালে ইয়াবার একটি চালানসহ ধরা পড়ে যায় এসআই সিদ্দিকুর। র‌্যাবের একটি দল যেমন তাকে হাতে- নাতে ধরার জন্য ওত পেতে ছিলো, তেমনি প্রস্তুত ছিলো কাউন্টার টেররিজম ইউনিট।

    বিএম/এমআর