টানা চার বিশ্বকাপের প্রথম ম্যাচে অর্ধশতক করে রেকর্ডবুকে সাকিব

    ওয়ানডে ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত চার বিশ্বকাপ খেলে চারটিতেই প্রথম ম্যাচে অর্ধশতক করে রেকর্ডবুকে জায়গা করে নিয়েছেন সাকিব আল হাসান। এরকম রেকর্ড ক্রিকেটের ইতিহাসে আরো কোন ব্যাটসম্যানের দেখা যায়নি।

    ২০০৭ ও ২০১১ সালে ভারতের বিপক্ষে, ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তান ও ২০১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ সহ প্রতিটি ম্যাচেই ৫০ উর্ধ্ব ইনিংস খেলেন সাকিব।

    এছাড়াও বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নেমে টানা ৩ বিশ্বকাপে (২০১১, ২০১৫ এবং ২০১৯) ১নম্বর অলরাউন্ডার হিসেবে খেলছেন সাকিব। যে রেকর্ড আর কোনো অলরাউন্ডারের নেই।

    বিএম/রনী/রাজীব