নরসিংদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

    গণপরিবহন চলাচলে

    নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় বাস-মাইক্রোবাসের আরো অন্তত ১০ যাত্রী আহত হয়।

    বুধবার (৫ মে) দুপুরে মহাসড়কের সদর উপজেলার মাধবদী ও শিবপুর উপজেলার ঘাষিরদিয়া এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে।

    পুলিশ জানায়, আজ দুপুরে মহাসড়কের মাধবদী এলাকায় ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নরসিংদী থেকে গাউছিয়াগামী রংধনু পরিবহনের লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ব্রাক্ষণবাড়িয়ার আশুগঞ্জের মামুন নামে একযাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে রংপুরের পীরগঞ্জের অপর যাত্রী আবদুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এতে উভয় বাসের অন্তত সাতজন আহত হয়।

    অপরদিকে, একই সময়ে মহাসড়কের শিবপুর উপজেলার ঘাষিরদিয়া এলাকায় ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের আরেকটি বাস বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসকে চাপা দিলে ঘটনাস্থলেই মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। এ ঘটনায় আরো অন্তত তিনজন আহত হন।

    বিএম/এমআর