নিশাম-ফার্গুসনের বোলিং তোপে আফগানিস্তান ১৭২ রানে অলআউট

    আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর ১৩তম ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড ও আফগানিস্তান। কিউই পেসার জিমি নিশামের বোলিং তোপে ১৭২ রানে গুটিয়ে গিয়েছে আফগানরা। এবারের আসরের ২য় ৫ উইকেট শিকার করেছেন নিশাম।

    টনটনে টস জিতে আফগানিস্তানকে আগে ব্যাট করার আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। দারুণ শুরু করেন দুই আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও নূর আলি জাদরান। দ্রুত রান তুলতে থাকা জাজাই ২৮ বলে ৩৪ রানে জিমি নিশামের শিকার হয়ে ফিরলে ভেঙে যায় ৬৬ রানের উদ্বোধনী জুটি।

    দলীয় ৬৬ রানে আরও ২টি উইকেট হারিয়ে বড় ধাক্কা খায় আফগানিস্তান। ৬৬ রানেই ফিরে যান নূর আলি ও গুলবাদিন নাইব। হাসমতউল্লাহ শহিদি ও মোহাম্মদ নবী এই বড় ধাক্কা সামলানোর সময় দুইবার বৃষ্টির ধাক্কায় থেমে যায় ম্যাচ।

    ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে বৃষ্টির বাধায় মাঠ ছাড়ে আফগানিস্তান। কিছুক্ষণ বন্ধ থাকার পরে ম্যাচ শুরু হলেও ২২.২ ওভারে আবারও বিঘ্ন ঘটায় বৃষ্টি। তবে এবারও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ম্যাচে ওভার কমার আগেই খেলা মাঠে গড়ায়।

    তবে এবারে মাঠে ফিরে বেশিক্ষণ থাকতে পারেননি মোহাম্মদ নবী। ২৪ বলে ৯ রান করে নিশামের শিকার হয়ে ফেরেন তিনি। একই ওভারে নাজিবুল্লাহ জাদরানকেও তুলে নিয়ে ম্যাচে নিজের ৫ম উইকেট শিকার করেন নিশাম।

    ৭ম উইকেটে ইকরাম আলি খিলকে নিয়ে ২১ রান যোগ করেন শহিদি। যেখানে ইকরামের অবদান ২ রান। লকি ফার্গুসন ও কলিন ডি গ্রান্ডহোম আবারো জোড়া আঘাত হানেন আফগান শিবিরে। ৪ বল খেলে রানের খাতা খোলার আগেই ফার্গুসনের বলে বোল্ড হয়ে ফিরে যান রশিদ খান।

    একপ্রান্তে দাঁড়িয়ে সতীর্থদের আশা যাওয়া দেখতে থাকা শহিদি তুলে নেন অর্ধশতক। ইনিংস সর্বোচ্চ ৫৯ রান করেন শহিদি।.৪১.১ ওভারে সবগুলো উইকেট হারিয়ে আফগানিস্তান সংগ্রহ করে ১৭২ রান।

    নিউজিল্যান্ডের হয়ে পেসার নিশাম ৩১ রানের বিনিময়ে নিয়েছেন ৫ উইকেট। ফার্গুসন পেয়েছেন ৩টি উইকেট।

    সংক্ষিপ্ত স্কোর-
    আফগানিস্তান– ১৭২/১০ (৪১.১ ওভার)
    শহিদি ৫৯, জাজাই ৩৪, নূর ৩১, আফতাব ১৪, নবী ৯, নাইব ৪, রশিদ ০।
    নিশাম ৫/৩১, ফার্গুসন ৪/৩৭।

    নিউজিল্যান্ডের লক্ষ্য ১৭৩ রান।