পুকুরে জাল দিয়ে ধরা পড়লো বিরল প্রজাতির মাছ

    রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে নিশান চৌধুরীর নামে এক কলেজ পড়ুয়া শিক্ষার্থীর পুকুরে জাল দিলে ধরা পড়ে বিরল প্রজাতির একটি মাছ।

    আজ (২-জুন) রবিবার সকালে উপজেলার পাহাড়তলী ইউনিয়নের খৈয়াখালী গ্রামে যীশু চৌধুরী বাড়ির পুকুরে মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ বিরল প্রজাতির মাছটি ধরা পড়ে। খবর পেয়ে মাছটি দেখতে উৎসুক জনতা বাড়িতে ভিড় জমায়।

    উপজেলা সহকারি মৎস্য কর্মকর্তা ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডা, কাওয়াসার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, মাছটি সাকার মাউথ ‘ক্যাটফিশ’ নামে পরিচিত। আমাদের দেশে সৌখিন মানুষরা অ্যাকুরিয়াম রেখে সৌন্দর্য  উদ্দেশ্যে বাড়িতে রাখেন।

    বাংলাদেশে এই প্রজাতির মাছ ১৯৮০ সালে থাইল্যান্ড থেকে আমদানি করা হয়। তবে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পুকুর ও জলাশয়ে এই মাছটি দেখা যাচ্ছে বলে তিনি জানান।

    বিএম/রাজীব…