বন্দুকযুদ্ধে গাজীপুরে ২৪ মামলার আসামি নিহত

    গাজীপুরের শ্রীপুর উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১) সঙ্গে বন্দুকযুদ্ধে বাবুল মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তবে র‌্যাবের দাবি, নিহত বাবুল ডাকাত ও মাদক ব্যবসায়ী ছিলেন।

    বৃহস্পতিবার (২০ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দুম্বারিচালা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত বাবুল মিয়া শ্রীপুর উপজেলার কাউরাইদ ইউনিয়নের জাহাঙ্গীরপুর গ্রামের আফছার উদ্দিনের ছেলে।

    বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) কামরুজ্জামান। তিনি জানান, বৃহস্পতিবার রাত ৩ টার দিকে শ্রীপুর উপজেলার দুম্বারিচালা এলাকায় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে-এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল সেখানে অভিযান চালায়।

    এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করে। র‌্যাবও পাল্টা গুলি করলে বাবুল গুলিবিদ্ধ হন এবং অপর মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

    পরে বাবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    লাশটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।

    বিএম/এমআর