বিএনপিই দেশে সন্ত্রাস,জঙ্গীবাদ ও হত্যা-খুনের রাজনীতি শুরুই করেছে:হানিফ

    আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, এ দেশে সন্ত্রাস-জঙ্গীবাদ ও হত্যা-খুনের রাজনীতি শুরুই করেছে বিএনপি।

    বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময়ে ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল।

    ২০০১ সাল থেকে ২০০৬ সালের কথা জাতি ভুলে যায়নি। ২৬ হাজার আওয়ামীলীগ নেতা কর্মীকে হত্যা করেছিল তারা। সারা বাংলাদেশে সন্ত্রাসের তান্ডব চালিয়ে ওই সময়ে আর্ন্তজাতিকভাবে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল।

    হানিফ বলেন, আমাদের সরকার সব ধরনের সন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। তবে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, বিচ্ছিন্ন ঘটনা পৃথিবীর সবচেয়ে বড় বড় আধুনিক রাষ্ট্রেও হয়ে থাকে। হানিফ বলেন, আমরা ঘটনা ঘটার সাথে সাথে কঠোর ব্যবস্থা নিয়েছি। সরকার ব্যর্থ এমন কথা বিএনপির মুখে মানায় না, কারণ তারা ক্ষমতায় থাকতে ২১ আগষ্ট, বাংলা ভাইদের সন্ত্রাসী কর্মকান্ডকে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকা করেছে।

    শনিবার (২৯ জুন) সকাল বেলা ১১টায় কুষ্টিয়া শহরে পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    এসময় অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপির সাংসদরা আবারও বিতর্ক সৃষ্টি করেছেন, আমরা আগেও বলেছি যে, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নয়, বঙ্গবন্ধুর পক্ষে তৃতীয় পাঠক। ওই সময় তাকে দিয়ে এক প্রকার জোর করে এ ঘোষনা পাঠ করানো হয়েছিল।

    এসময় জেলা, উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    বিএম/এমআর