বৃষ্টির কারণে পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচ বিলম্বিত হচ্ছে

    বিশ্বকাপে আবারো বৃষ্টির হাঁনা। ব্রিস্টলে খারপ আবহওয়ার কারণে টস করতেই নামতে পারেননি পাকিস্তান এবং শ্রীলঙ্কা অধিনায়ক।

    নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজদের কাছে ভরাডুবির পর ইল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে আত্মবিশ্বাসী সরফরাজের দল। অন্যদিকে, নিউজিল্যান্ডের কাছে হারের পর আফগানদের বিপক্ষে লো-স্কোরিং ম্যাচ জয়ে টুর্নামেন্টে ফিরেছে শ্রীলঙ্কাও।

    ওয়ানডে ফরম্যাটে টানা ১১ হার। আত্মবিশ্বাস শব্দটাই হয়তো অচেনা হয়ে গিয়েছিলো পাকিস্তানের কাছে। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরার ওপর আবার খড়ার ঘাঁ। ওয়েস্ট ইন্ডিজের কাছে ১০৫ রানে গুটিয়ে যাওয়ার লজ্জা পেতে হয়েছিলো মিকি আর্থার শিষ্যদের।

    তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মুদ্রার ওপিঠ দেখিয়েছেন সরফরাজ-বাবর-ইমামুলরা। ইংলিশ বোলারদের শাষণ করে স্কোরবোর্ডে তোলেন ৩৪৮ রান। আর ১১ ম্যাচে হারের বৃত্ত ছিঁড়ে ১৪ রানের জয় তুলে শিরোপা দাবীদার হিসেবে জানান দেয় ৯২’র বিশ্বকাপ জয়ীরা।

    ব্যাটসম্যাদের রানে ফেরার পাশাপাশি বোলিংয়েও ক্ষুরধার পাকিস্তানি বোলাররা। সাড়ে তিন’শ উৎড়াতে পটু ইংলিশ ব্যাটসম্যানদের আটকে রেখেছে ওয়াহাব রিয়াজ-হাসান আলীরাই। শ্রীলঙ্কার বিপরীতে তাই জয়ের আশা নিয়েই মাঠে নামবে পাকিস্তান।

    পাকিস্তানের ব্যাটিং কোচ গ্র্যান্ড ফ্লাওয়ার বলেন, উইন্ডিজের বিপক্ষে আমরা উইকেট আর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে পারিনি। তবে ২য় ম্যাচে ছেলেরা ছন্দ ফিরে পেয়েছে। এখন এই আত্মবিশ্বাসটা ধরে রেখে পরের ম্যাচগুলো খেলতে চাই। আশা করি শ্রীলঙ্কার বিপক্ষে দল ইতিবাচক ফল পাবে।

    বোলারদের দাপটে দ্বিতীয় ম্যাচে আফগানদের ১৫২ রানে অল-আউট করে ৩৪ রানে জয় তুলেছে শ্রীলঙ্কা। তবে নিউজিল্যান্ডের বিপক্ষের ব্যাটিং বিপর্যয়ের পর এদিনেও মাত্র ২০১ রানে থেমেছিলো হাথুরুসিংয়ের বাহিনী।

    পাকিস্তানের বিপক্ষের ম্যাচটা ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে। গেলো মাসেও তিনবার সাড়ে তিনশ’ দেখেছে এই ভেন্যুটি। ব্যাটিং উইকেটে করুনারত্নে-পেরেরা-মেন্ডিসরা নামের প্রতি সুবিচার করতে পারলে পাকিস্তানের বিপক্ষে লড়াইটা জমিয়ে তুলতে পারবে ৯৬’র চ্যাম্পিয়নরা। ব্যর্থতা কাটিয়ে ছন্দে ফিরতে আত্মবিশ্বাসী লঙ্কান অধিনায়ক।

    শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, বিশ্বকাপে আসার আগ থেকেই আমাদের দল নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়েছে। তবে এগুলো নিয়ে আমরা ভাবতে চাইনা। দল জয়ের ধারায় ফিরেছে। এটাই গুরুত্বপূর্ণ। পরের ম্যাচেও এই পারফরম্যান্স ধরে রাখতে দল আশাবাদী।

    স্থানীয় আবহাওয়া পূর্বাভাষ এ ম্যাচে বাগড়া বাধাতে পারে বৃষ্টি। শঙ্কা আছে ম্যাচ বাতিলেরও। আর কার্টেল ওভারে ম্যাচ গড়ালে কি রণকৌশল সাজাবে দু’দল তাই এখন দেখবার বিষয়।

    বিএম/এমআর