বোল্টের হ্যাটট্রিকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২৪৩ রান

    ট্রেন্ট‌ বোল্টের হ্যাটট্রিকের আগে উসমান খাজা ও অ্যালেক্স ক্যারির ব্যাটিং দৃঢ়তায় লর্ডসে কিউইদের বিপক্ষে লড়াকু পূঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। গত আসরের দুই ফাইনালিস্টের লড়াইয়ে প্রথমে ব্যাট করে বর্তমান চ্যাম্পিয়নরা জড়ো করে ২৪৩ রান।

    টস জিতে ব্যাট করতে নেমে শনিবার (২৯ জুন) ব্যাটিং বিপর্যয়ে পড়ে অজিরা। দলীয় ৪৩ রানের মধ্যেই দলটি হারায় তিন টপ অর্ডার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (১৬), অ্যারন ফিঞ্চ (8) ও স্টিভ স্মিথকে (৫)। মার্কাস স্টয়নিস প্রতিরোধ গড়ার ইঙ্গিত দিলেও তিনিও সাজঘরে ফেরেন মাত্র ২৫ রান করে। দলীয় ৯২ রানে গ্লেন ম্যাক্সওয়েলকেও (১) হারালে খেই হারায় অজিদের ব্যাটিং লাইনআপ।

    তবে সেখান থেকে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তোলেন উসমান খাজা ও অ্যালেক্স ক্যারি। খাজার ধীরস্থির ব্যাটিংয়ের সুবিধা কাজে লাগিয়ে বলের সমান্তরালে রান বাড়াতে থাকেন ক্যারি। দুজনই পেয়ে যান অর্ধশতকের দেখা। শেষপর্যন্ত এই দুজনের ব্যাটিংই দলকে স্বল্প রানে অলআউট হওয়ার লজ্জা থেকে বাঁচায়।

    ষষ্ঠ উইকেটে দুজনে গড়েন ১০৭ রানের জুটি। ১১টি চার হাঁকান ক্যারি ৭২ বলে ৭১ রান করে বিদায় নিলে ভাঙে তাদের পার্টনারশিপ। শেষদিকে প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান খাজা। তবে বিদায় নেন শেষ ওভারে। তার আগে ১২৯ বলের মোকাবেলায় ৮৮ রান করেন ৫টি চার হাঁকানোর মাধ্যমে। খাজার বিদায়ের পর মিচেল স্টার্ক ও জেসন বেহরেনডর্ফ দুজনই শূন্য রানে ফেরেন সাজঘরে। এতে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন ট্রেন্ট বোল্ট। ২৩ রানে অপরাজিত থেকে যান কামিন্স। নির্ধারিত ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে অজিদের সংগ্রহ দাঁড়ায় ২৪৩ রান।

    নিউজিল্যান্ডের পক্ষে বোল্ট একাই শিকার করেন চারটি উইকেট। এছাড়া লকি ফার্গুসন ও জেমস নিশাম দুটি করে উইকেট শিকার করেন। প্রসঙ্গত, বোল্টের হ্যাটট্রিকটি আসরের দ্বিতীয় হ্যাটট্রিক।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: অস্ট্রেলিয়া

    অস্ট্রেলিয়া ২৪৩/৯ (৫০ ওভার)
    খাজা ৮৮, ক্যারি ৭১*, কামিন্স ২৩*, স্টয়নিস ২১
    বোল্ট ৫১/৪, নিশাম ২৮/২, ফার্গুসন ৪৯/২

    জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২৪৪ রান।

    বিএম/এমআর