ভারতকে ৩৩৮ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড

    এজবাস্টনে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের ৩৮তম ম্যাচে ভারতকে ৩৩৮ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড।

    রবিবার (৩০ জুন) টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। চোট কাটিয়ে একাদশে ফেরা জেসন রয়ের সাথে উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন আরেক ওপেনার জনি বেয়ারস্টো। তাদের মারকুটে ব্যাটিংয়ে ইংল্যান্ড পায় বড় সংগ্রহের ভিত। যদিও বল হাতে উজ্জ্বল ছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ শামি।

    উদ্বোধনী জুটি ভাঙে দলীয় ১৬০ রানে রয় বিদায় নিলে। তার আগে ৫৭ বলের মোকাবেলায় করেন ৬৬ রান। তার বিদায়ের পর জো রুটের সঙ্গে দেখেশুনে খেলে যান বেয়ারস্টো, তুলে নেন শতকও। তবে ১০টি চার ও ৬টি ছক্কার সহায়তায় গড়া ১০৯ বলে ১১১ রানের ইনিংসটির ইতি ঘটে তিন অঙ্কের মাইলফলক স্পর্শের পরপরই।

    বেয়ারস্টোর বিদায়ের পর সাজঘরের পথ ধরেন অধিনায়ক ইয়ন মরগানও (১)। বেন স্টোকসের সাথে বড় জুটি গড়ার ইঙ্গিত দিলেও ৫৪ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলে বিদায় নেন রুট। স্টোকসের ব্যাটিং তাণ্ডবে খানিক সময় যোগ দেন জস বাটলারও। তাতে বড় সংগ্রহের পথে এগোয় স্বাগতিকদের ইনিংস।

    তবে ভারতের পক্ষে বল হাতে এদিনও উজ্জ্বল ছিলেন মোহাম্মদ শামি। ডানহাতি এই পেসার একাই শিকার করেন পাঁচটি উইকেট। যদিও খরচ করেছেন ৬৯ রান! তার উইকেটশিকারি বোলিংয়ে ইংল্যান্ডের ইনিংসদের অনেকটাই লাগাম টেনে ধরতে পারে ভারত। তা না হলে ৩৩৮ রানের জয়ের লক্ষ্যে সংখ্যাটা হতে পারত আরও বড়!

    শেষ ওভারে সাজঘরে ফেরার আগে ৬টি চার ও ৩টি ছক্কায় ৭৯ রান আসে ৫৪ বল মোকাবেলা করা স্টোকসের ব্যাট থেকে। এছাড়া ৮ বলে ২ রান করেন বাটলার। নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারান ইংলিশদের সংগ্রহ দাঁড়ায় ৩৩৭ রান।

    সংক্ষিপ্ত স্কোর

    টস: ইংল্যান্ড

    ইংল্যান্ড ৩৩৭/৭ (৫০ ওভার)
    বেয়ারস্টো ১১১, স্টোকস ৭৯, রয় ৬৬, রুট ৪৪
    শামি ৬৯/৫, বুমরাহ ৪৪/১

    জয়ের জন্য ভারতের লক্ষ্য ৩৩৮ রান।

    বিএম/এমআর