রংপুরে আবসিক ভবনে অসামাজিক কার্যকালাপ: আটক-১৫

    রংপুর ব্যুরো॥ রংপুর নগরীর গনেশপুরের পশ্চিমপাড়ার একটি তিনতলা আবাসিক ভবনে আকস্মিক অভিযান চালিয়েছে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৬ নারীসহ মোট ১৫ জনকে আটক করেছে পুলিশ।

    আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আলতাফ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

    গ্রেফতারকৃতরা হলেন, নীলফামারী সদরের পলাশবাড়ির সুকুমার চন্দ্র রায় শ্যামল, রংপুর নগরীর সাহেবগঞ্জের সিরাজ মিয়া, নীলফামারি কিশোরগঞ্জের রনচন্ডি রুবেলের বাজারের রানু মিয়া, রংপুর সদরের পাগলাপীরের চওড়াপাড়ার গোলাপ মিয়া, নগরীর বড়বাড়ি দামোদরপুরের আমিনুর রহমান, হামিদুল ইসলাম, নগরীর কেরানীপাড়া জামতলার রেজাউল করিম পানি রাজু, নীলফামারি কিশোরগঞ্জের রনচন্ডির বিষ্ণ চন্দ্র রায়, নীলফামারি বেড়াডাঙ্গা যাদুরহাটের গাজী বকুল, রংপুর নগরীর পুর্ব শেখপাড়ার রাজিয়া বেগম সোহাগী, জামালপুরের মহিশ বাতানি গ্রামের বেলী বেগম,নীলফামারীর কিশোরগঞ্জের গাড়াগ্রাম কাকেয়ারপাড়ার লাবনী আক্তার, দিনাজপুর পার্বতীপুরের চাকলাবাজার খোড়াখাই গ্রামের বৃষ্টি আক্তার, রংপুরের কাউনিয়া হরিশ্বর গ্রামের শাহানা পারভীন,দিনাজপুর মুরাদপুরের দক্ষিণ সাদিপুরের আরিফা বানু।

    গণমাধ্যমে পুলিশের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, রংপুর নগরীর পশ্চিম গনেশপুরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তির তিনতলা আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যাকালাপ হয়ে আসছে।

    গোপন সংবাদে পুলিশ বিষয়টি জানতে পেরে গতকাল আকস্মিক অভিযান চালায়। এসময় ভবনটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে কক্ষের ভিতর থেকে আপত্তিকর অবস্থায় ১৫জন নারী ও পুরুষকে আটক করা হয়।

    পরবর্তীতে এ সংক্রান্তে কোতয়ালী থানায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১৩২/১৯, তারিখ- ১২/০৬/২০১৯, ধারা- রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ৭৫ মামলা দায়ের করা হয়।

    এছাড়াও বিভিন্ন মামলায় আরোও ২৬জনকে গ্রেফতার করা হয়। আজ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

    বিএম/এসআর/এমআর