রিফাতের স্ত্রীর মিন্নীর নিরাপত্তায় পুলিশ মোতায়েন

    বরগুনায় সন্ত্রাসী হামলায় নিহত শাহনেওয়াজ রিফাতের স্ত্রী আয়েশা আক্তার মিন্নির নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

    শহরের মাইঠা এলাকায় মিন্নির বাড়িতে শুক্রবার (২৮ জুন) দুপুর থেকে পুলিশ মোতায়েন করা হয়।

    পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিন্নির বাড়িতে একজন উপপরিদর্শক (এসআই) ও তিনজন কনস্টেবল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন।

    এ বিষয়ে মিন্নির চাচা মো. আবু সালেহ বলেন, রিফাত শরীফ মারা যাওয়ার পর থেকেই মিন্নি ও তার পরিবারের সদস্যরা হুমকির সম্মুখীন হয়। এ কারণে তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশের কাছে আবেদন করা হয়। এ আবেদনের প্রেক্ষিতে মিন্নিদের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

    বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহনেওয়াজ রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

    বিএম/এমআর