রেয়াজউদ্দিন বাজারের গোডাউন থেকে ৩টন নিষিদ্ধ শপিং ব্যাগ উদ্ধার

    চট্টগ্রাম মেইল : চট্টগ্রাম নগরীর রেয়াজউদ্দিন বাজারের একটি গোডাউন থেকে নিষিদ্ধ ঘোষিত ৩টন পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। রবিবার সকাল সাড়ে ১০টায় বাজারের হোটেল আলবুখারী সংলগ্ন মো. ফারুকের মালিকানাধীন গোডাউন থেকে এসব পলিথিন উদ্ধার করা হয়।

    পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারি পরিচালক সংযুক্তা দাশ গুপ্তার নের্তৃত্বে রেয়াজউদ্দিন বাজারে পরিদর্শনে যায় অধিদপ্তরের একটি টিম। এসময় একটি গোডাউনে মজুদ রাখা ৩ টন নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ উদ্ধার করা হয়।

    তাছাড়া গোডাউনের মালিক মো. ফারুককে আগামী ১ জুলাই সকাল ১০টায় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে শুনাণীতে হাজির হওয়ার জন্য নোটিশ প্রদান করা হয়েছে।

    পরিদর্শণকালে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগরের পরিদর্শক আবুল মুনসুর, রুম্পা সিকদার ও কোতোয়ালি থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

    বিএম/রাজীব..