শ্রীলংকার বিপক্ষের ম্যাচ নিয়ে এখনো আছে সংশয়

    প্রতিবেদনটি যখন লেখা হচ্ছে ব্রিস্টলে তখন হাল্কা বৃষ্টি পড়ছে। জানা গেল, আরো ৮৬ মিনিটের মতো বৃষ্টি পড়বে৷ শ্রীলংকার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে আবহাওয়ার এমন দশা বাংলাদেশের জন্য রীতিমতো খুব খারাপ সংবাদ।

    গতকাল ব্রিটিশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিলো, তখনকার হিসেবে আজ পর্যন্ত ২৪ ঘন্টা ইংল্যান্ডে ব্যাপক বৃষ্টিপাত হবে যার বেশিরভাগই হবে ব্রিস্টলসহ দেশটির দক্ষিণাঞ্চলে।

    শ্রীলংকার বিপক্ষের ম্যাচটি বাংলাদেশের জন্য এবারের বিশ্বকাপের চতুর্থ ম্যাচ। তুলনামূলক সহজ দল হওয়ায় বাংলাদেশের কেউই চাইবেন না এই ম্যাচ পরিত্যক্ত হোক। কারণ এমনটি হলে গত দুই ম্যাচে জয়ের দেখা না পাওয়া বাংলাদেশ সেমির দৌঁড়ে আরো পিছিয়ে পড়বে।

    টাইগারদের সংবাদ সম্মেলনেও তাই আবহাওয়ার প্রসঙ্গটা বারবার উঠেছিলো। অধিনায়ক মাশরাফিও জোর গলায় বলেছিলেন ‘সম্মান নয়, ২ পয়েন্ট চাই আমাদের।’ এখন সবকিছু যেন ঠিক থাকে এবং ম্যাচের পরিস্থিতি যেন বাংলাদেশের পক্ষেই যায়, এমনটাই প্রত্যাশা সবার।

    বিএম/এমআর