সদরঘাট থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু

    ঝড়ো হাওয়ার কারণে ঢাকা সদরঘাট থেকে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার পর পুনরায় চালু হয়েছে।

    রবিবার (২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে কোনো লঞ্চকে ঘাট ছাড়ার অনুমতি দেওয়া হয়নি। পরে ১২টার দিকে তুলে নেয়া হয় নিষেধাজ্ঞা।

    বিআইডব্লিউটিএ-এর পরিবহন পরিদর্শক দিনেশ কুমার সাহা জানান, আবহাওয়া অধিদপ্তর ঢাকা নৌ বন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে। এই সংকেতে এমনিতে ৬৫ ফুটের বেশি দৈর্ঘ্যের লঞ্চ চলাচল করতে পারে। কিন্তু ঝড়ো হাওয়ার কারণে বাড়তি সতর্কতা হিসেবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। আবহাওয়ার উন্নতি হলে দুপুর ১২টার দিকে আবার চলাচল শুরু হয়।

    রবিবার (২ জুন) সকাল থেকেই সদরঘাটে ঈদে ঘরমুখী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠে। লঞ্চে জায়গা পেতে অনেকেই ফজরের নামাজ পড়েই ছুটে চলছেন সদরঘাটে। তবে লঞ্চ বন্ধ হওয়ার খবরে অনেক যাত্রীই আতঙ্কিত হয়ে পড়েন।

    বিএম/রনী/রাজীব