সৈয়দপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

    নীলফামারী জেলা প্রতিনিধি ॥ নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ব্যাপক প্রস্তুতির মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

    ২২ জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয় সৈয়দপুর পৌরসভার চত্বরে।

    পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আমজাদ হোসেন সরকার সকালে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

    এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র জিয়াউল হক জিয়া, পৌর ইপিআই কর্মকর্তা গজনফর আলী মিন্টু, সালেহ আহমেদসহ আরও অনেকে।

    ক্যাম্পেইনের মাধ্যমে সৈয়দপুর পৌর এলাকায় সৈয়দপুর পৌরসভায় ৬-১১ বয়সের ১ হাজার ৯ শত ১০ জন, ১২-৫৯ মাসের ২২ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়।

    অপরদিকে সৈয়দপুর উপজেলার ৫টি ইউনিয়নের ৬-১১ মাসের ১ হাজার ৬শত ৬৬ জন, ১২-৫৯ মাস বয়সের ১৮ হজার ৩ শত ৭২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।

    উল্লেখ্য, নীলফামারীর জেলার ৬টি উপজেলায় ৬১টি ইউনিয়নে জেলা স্বাস্থ্য বিভাগের পরিচালনায় এবার ২ লক্ষ ৯৯ হাজার ৩শত ৭৭ জন শিশুকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে শিশুদের উচ্চ ক্ষমতা সম্পন্ন নীল ও লার রঙ্গের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

    বিএম/এসএ/এমআর