৫ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে হ্যাজার্ড

    অবশেষে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন বেলজিয়ান স্ট্রাইকার এডেন হ্যাজার্ড।

    সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল এডেন হ্যাজার্ডকে আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়।

    চেলসির এই তারকার সাথে ৫ বছরের চুক্তি করেছে মাদ্রিদ। তবে চুক্তিতে কত টাকা ব্যয় হয়েছে সেটা তারা জানায়নি।

    সূত্রের খবর এই জন্য রিয়ালকে গুনতে হয়েছে ১২০ মিলিয়ন। যেটা তাদের কোনো খেলোয়াড়ের পেছনে সর্বোচ্চ ব্যয়। এর আগে গ্যারেথ বেলকে ১০০ মিলিয়নে দলে ভিড়িয়েছিল তারা।

    রিয়ালে যোগ দিয়েই বিশ্বের সেরা ফুটবলার হতে চেষ্টা করবেন বলে সমর্থকদের প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাজার্ড।

    বেলজিয়ান এই ফরোয়ার্ড রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী মাস থেকে রিয়ালের জার্সি গায়ে খেলার জন্য আমি মুখিয়ে আছি। আমি অনেক ট্রফি জিততে চাই। ছেলে-বেলা থেকেই আমি রিয়ালের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। আপনাদের সকলকে ধন্যবাদ।

    বিএম/এমআর