আইন নিজের হাতে তুলে নেবেন না : আইনমন্ত্রী

    দেশবাসীকে উদ্দেশ্য করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোথাও কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধীকে পুলিশে দিতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

    ‘দেশ জুড়ে ছেলেধরা সন্দেহে মানুষকে যেভাবে পেটানো হচ্ছে, তা আইনের মধ্যে পড়ে না। আপনারা জানেন যে পদ্মা সেতুতে মাথা চাই- এমন গুজব ছড়ানো হয়েছিল। আর এ গুজবের ওপর ভিত্তি করেই এসব ঘটনা ঘটছে,’ যোগ করেন মন্ত্রী।

    সোমবার (২২ জুলাই) দুপুরে নেত্রকোণা জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    এ সময় মন্ত্রী আরো বলেন, ‘আইন আইনের গতিতেই চলবে। কেউ নিজের হাতে আইন তুলে নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

    এরপর মন্ত্রী আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।

    সমিতির সভাপতি আইনজীবী সিতাংশু বিকাশ আচার্য্য’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল হক খান মুকুলের পরিচালনায় মতবিনিময়ে অংশ নেন- সংসদ সদস্য অসীম কুমার উকিল (নেত্রকোণা-৩), সংরক্ষিত মহিলা আসনের হাবীবা রহমান খান শেফালী, জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব বিকাশ কুমার সাহা, জেলা প্রশাসক (ডিসি) মঈনউল ইসলাম, পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহ্জাহান মিয়া প্রমুখ।

    বিএম/এমআর