এতিমদের সহায়তায় ‘আমরাই কিংবদন্তী’

    এসএসসি ২০০০ এবং এইচএসসি ২০০২ (আমরাই কিংবদন্তী) – একটি অনলাইন ফেসবুক গ্রুপ, যেখানে সারা বাংলাদেশের ২০০০ এবং ২০০২ সালের ছাত্র-ছাত্রীদের এক করে একটা প্লাটফর্মে আনার চেষ্টা চলছে।

    বন্ধুরা শুধু অনলাইনেই সীমাবদ্ধ না থেকে দেশের, সমাজের বিভিন্ন কাজে এগিয়ে এসেছে, বিভিন্ন সামাজিক কাজের ধারাবাহিকতায় শুক্রবার (২৬ জুলাই) গ্রুপের চট্টগ্রামের বন্ধুরা নগরীর ওয়ারলেস ১ নং লেইন,খুলশীতে অবস্থিত মুহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে।

    চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

    আজকের কর্মসূচিতে এতিম খানা কতৃর্পক্ষের চাহিদার উপর সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে।

    মাদরাসটিতে ৫০জন ছাত্র, ৪জন শিক্ষক ও ১ জন বাবুর্চী আছে।

    আমরাই কিংবদন্তী গ্রুপের আজকের কর্মসূচী ছিল
    প্রথমেই রয়েছে কুরআন খতম।

    এতিম শিশুদের দুপুরের খাবার

    মাদরাসার জন্য বন্ধুদের পক্ষ থেকে:

    ১। স্টিল লকার – ৫০টি
    ২। পানির ট্যাংক- ০১টি
    ৩। ওয়াটার ফিল্টার মেশিন
    ৪। এতিমখানা রং করা
    ৫। ফ্লোর মেরামত
    ৬। বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান
    ৭। কার্পেট, ফ্লোর ম্যাট
    ৮। জ্বালানি উপকরণ (কালো লাকড়ি)
    ৯। শুকনো বাজারঃ
    ডাল, আলু, মসলাপাতি
    ১০। ২ মাসের বকেয়া পানির বিল পরিষোধ।
    এবং এতিম ছাত্রদের সাথে দুপুরের খাবার খাওয়া।

    বিশুদ্ধ পানির ফিল্টার এবং কার্পেট প্রদান

    আগামীতেও এ ধরনের জনসেবামূলক সকল কার্যক্রমে চট্টগ্রামের সকল কিংবদন্তী বন্ধুরা সবসময় এক সাথে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেছে।

    বিএম/এমআর