কোপার শিরোপা লড়াইয়ে রাতে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল

    কোপা আমেরিকা ২০১৯ এর ফাইনালে রাতে পেরুর বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক ব্রাজিল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২ টায়।

    ব্রাজিলের সামনে ৯ম শিরোপা জেতার সুযোগ, অপর দিকে পেরুর ৩য়।

    এবারের কোপা আমেরিকার অন্যতম শক্তিশালী দল ব্রাজিল। সকল পজিশনের প্রায় সকল সেরা খেলোয়াড়ই তাদের। গোলরক্ষক এলিসন থেকে শুরু করে ডিফেন্স, মিড বা ফরওয়ার্ড যেখানেই তাকান না কেন দেখবেন একটি সুসংহত ব্রাজিল দল।

    কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে এবং সেমিফাইনালে মেসির আর্জেন্টিনাকে বিদায় করে ফাইনালে এসেছে ব্রাজিল।

    গ্ৰুপ পর্বের ম্যাচে এই পেরুকেই ৫-০ গোলে বিধ্বস্ত করেছিলো তিতের শিষ্যরা। তাই আজকের ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নামবে সেলেসাওরা।

    মুখোমুখিঃ

    র‍্যাংকিং এ ব্রাজিলের অবস্থান ৩ এবং পেরুর বর্তমান অবস্থান ২১।

    ব্রাজিল এবং পেরু এর আগে মুখোমুখি হয়েছিল ৪৫ ম্যাচ

    ব্রাজিলের জয়- ৩২
    পেরু- ৪
    ড্র- ৯

    ব্রাজিল এবং পেরুর সর্বশেষ দেখা হয়েছিল কোপা আমেরিকা ২০১৯ এর গ্রুপ পর্বেই। গ্রুপ পর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৫-০ গোলের হারের স্মৃতি পেরুর এখনো দগদগে।

    নেইমার বিহীন ব্রাজিল এবার খেলছে একটা দল হয়ে অপর দিকে ভাগ্য প্রসন্ন পেরুও উঠে এসেছে ফাইনালে। মারাকানায় আজ রাতেই নির্ধারিত হয়ে যাবে কে হবে লাতিন সেরা!

    বিএম/এমআর