নড়াইলের বিভিন্ন এলাকায় কুকুরের কামড়ে শিশু ও নারীসহ আহত ১৫

    smart

    নড়াইল জেলা প্রতিনিধি■: নড়াইল সদরের বাঁশগ্রাম ইউনিয়নের কয়েকটি গ্রামসহ বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশু ও নারী সহ ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

    রবিবার (৭ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

    কুকুরের কামড়ে আহতরা হলো :

    যদুনাথপুর গ্রামের জাকির হোসেনের স্ত্রী রেকসোনা (৩০), দৌলতপুর গ্রামের দ্বীন মোহাম্মদের স্ত্রী হেনা বেগম (৫৫), দৌলতপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে শরিফুল (৩৫), যদুনাথপুর গ্রামের মিন্টু দাসের ছেলে সাগর দাস (১৩), কালনা গ্রামের মনির শেখের ছেলে মাসুম (৯), রহমতপুর গ্রামের আক্কাস আলীর মেয়ে আখি (১৭), কালাম মিয়ার ছেলে মেহেদী (১৩), আউড়িয়া গ্রামের ইমদাদুলের ছেলে আকাশ (১০, আউড়িয়া গ্রামের খায়রুল ইসলামের ছেলে তানভির (৮), ফুলশ্বর গ্রামের মিলন মিয়ার ছেলে ইয়াসিন (৫), ফুলশ্বর গ্রামের তারাপদ গাছীর ছেলে সন্দীপ (৪)সহ অন্যান্যারা হাসপাতালে চিকিৎসা সেবা নিয়েছেন।

    বিএম/ইউআর/এমআর