ফটিকছড়িতে ৩০ ঘন্টা বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ: ভোগান্তিতে মানুষ

    ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে বৈরি আবহাওয়ায় প্রায় ৩০ ঘন্টা ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে নানা ভোগান্তিতে পড়েছেন হাজারো গ্রাহক।

    রোববার (৭ জুলাই) সকাল ৯টা থেকে উপজেলার বিভিন্ন স্হানে বিদ্যুৎহীন অবস্থায় দুর্বিসহ জীবন যাপন করছেন। এতে বাসাবাড়িতে ফ্রিজে রাখা খাবার পচে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের মোবাইল ফোন চার্জের অভাবে বন্ধ হয়ে গেছে। এতে করে নানা সমাস্যয় পড়ছে সাধারণ গ্রাহক।

    ফটিকছড়ি পল্লীবিদ্যুৎ সমিতির ফটিকছড়ি অফিসের জোনাল ম্যানেজার (ডিজিএম) আবুল কালাম আজাদ জানান, প্রতিকুল আবহাওয়ার কারণে কিছু জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

    তাছাড়া অবিরাম বর্ষণের কারণে বিদ্যুৎ বিভাগের লাইনম্যানরা কাজ করতে হিমশিম খাচ্ছে। যার কারণে বিদ্যুৎ লাইন মেরামত করতে একটু দেরি হচ্ছে। সব কিছু ঠিক থাকলে দ্রুত বিদ্যুৎ লাইন চালু করা হবে।

    বিএম/এম জুনায়েদ/রাজীব