ফুলবাড়ীতে পুলিশের সতর্কীকরন মাইকিং ও লিফলেট বিতরণ

    ফুলবাড়ী প্রতিনিধি : সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা গুজব,জনসাধারণের মধ্যে আতঙ্ক,গণপিটুনীর ভীতি ও অপপ্রচার রোধে দিনাজপুর ফুলবাড়ীতে উপজেলার জনবহুল গুরুপ্তপূর্ণ স্থানে ফুলবাড়ী থানা পুলিশের উদ্দেগে সতর্কীকরন মাইকিং ও লিফলেট বিতরন কার্যক্রম পরিচালনা করা হয়।

    মসজিদে মসজিদে সচেতন মূলক আলোচনা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

    ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফকরুল ইসলাম জানান, সমাজে এক ধরনের কুচক্রী মহল সাধারন মানুষদের কাছে ছেলে ধরা মিথ্যা গুজব ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। এসব গুজবে কান না দিয়ে সবাইকে সজাক থাকতে হবে। কোথাও কাউকে ছেলে ধরা মনে হলে, আইন নিজের হাতে তুলে না নিয়ে পুলিশকে খবর দিন। ছেলে ধরা গুজব থেকে সবাইকে সচেতন করতে মাইকিং ও লিফলেট বিতরনের মাধ্যমে সচেতন করা হচ্ছে।

    শুধু সাধারন জনগনের সাথে নয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে সচেতন মূলক আলোচনা করা হচ্ছে। এসব মিথ্যা অপপ্রচার যারা পরিচালনা করছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে তা ফুলবাড়ী থানা পুলিশ সর্বক্ষন সজাগ রয়েছে।

    বিএম/এমআর