রিফাত হত্যার আসামি আকন গ্রেপ্তার

    বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত ছয় নম্বর আসামি আল কাইয়ুম ওরফে রাব্বি আকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বরগুনায় নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান পুলিশ সুপার মারুফ হোসেন। তবে কখন ও কোথা থেকে রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি।

    তদন্তের পর তাকে গ্রেপ্তারের সময় ও স্থান জানানো হবে বলে জানিয়েছেন বরগুনা পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন।

    গ্রেপ্তার রাব্বি বরগুনা সদর উপজেলার ৬ নম্বর বুড়িরচর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামের মো. আবুল কালাম আজাদের ছেলে।

    রাব্বিকে নিয়ে আলোচিত এই হত্যাকাণ্ডের মামলায় এখন পর্যন্ত এজাহারভুক্ত আসামিসহ মোট ১৩ জন গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার মধ্যে সাতজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এছাড়া হত্যাকাণ্ডের মূল হোতা নয়ন বন্ড আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

    বিএম/এমআর