রিফাত হত্যায় টিকটক হৃদয় ৫ দিনের রিমান্ডে

    বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয়কে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

    এছাড়া, আরেক আসামি রাব্বি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

    এর আগে, পুলিশ জানায় রিফাত হত্যাকাণ্ডে অন্তত ২০ জন জড়িত ছিলো। এখন পর্যন্ত ১১ জন আসামিকে গেপ্তার করেছে পুলিশ।

    প্রসঙ্গত,গত ২৬শে জুন স্ত্রী আয়েশাকে নিয়ে বরগুনা সরকারি কলেজ থেকে ফেরার পথে নয়ন, রিফাত ফরাজীসহ আরও দুই যুবক রিফাত শরীফের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে রিফাত শরীফকে এলোপাতাড়ি কোপাতে থাকে তারা। রিফাতকে কুপিয়ে রক্তাক্ত করে চলে যায় তারা।

    পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহত রিফাত শরীফকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন আয়েশা। অবস্থার অবনতি হলে পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানেই রিফাত শরীফের মৃত্যু হয়।

    বিএম/এমআর