আফগানিস্তান ক্রিকেট দল ঢাকায়

    বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান টেস্ট দল। আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুই দলের একমাত্র টেস্ট।

    টেস্ট সিরিজ শেষে স্বাগতিক বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজ, যা শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। আপাতত তাই আফগানিস্তান টেস্ট স্কোয়াডের সদস্যরাই ছিলেন বাংলাদেশ সফরের বহরে।

    শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল পৌনে এগারোটার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে আফগান ক্রিকেটারদের বহনকারী এমিরেটসের ফ্লাইট। ঢাকায় ভ্রমণ বিরতি শেষে এদিনই আবার চট্টগ্রামের উদ্দেশে আকাশপথে রওনা হবে রশিদ খানের নেতৃত্বাধীন দল।

    চট্টগ্রাম পৌঁছে ৩১ আগস্ট বিশ্রামে থাকবে আফগানিস্তান দল। এরপর ১ ও ২ সেপ্টেম্বর বিসিবি একাদশের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। ৫ সেপ্টেম্বর থেকে টেস্ট শুরু হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

    টেস্ট সিরিজ শেষে শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে জাতীয় দল বাংলাদেশে আসবে। এরপর জিম্বাবুয়ে ও বিসিবি একাদশের মধ্যকার প্রস্তুতি ম্যাচ মাঠে গড়াবে ১১ সেপ্টেম্বর।

    টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৩ সেপ্টেম্বর থেকে। ১৩, ১৪, ১৫, ১৮, ২০, ২১ ও ২৪ সেপ্টেম্বর সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৪ তারিখের ফাইনালে উঠবে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল। প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। ১৩ ও ১৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে এবং ১৫ ও ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

    এক নজরে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বাংলাদেশ সফর

    ৩০ আগস্ট আফগানিস্তান টেস্ট দলের বাংলাদেশে পৌঁছানো
    ১-২ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ: আফগানিস্তান একাদশ বনাম বিসিবি একাদশ, এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
    ৫-৯ সেপ্টেম্বর টেস্ট: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ৮ সেপ্টেম্বর জিম্বাবুয়ে বাংলাদেশে পৌঁছাবে
    ১১ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচ: জিম্বাবুয়ে বনাম বিসিবি একাদশ, খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, ফতুল্লা
    ১৩ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ১ম ম্যাচ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
    ১৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ২য় ম্যাচ: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
    ১৫ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৩য় ম্যাচ: বাংলাদেশ বনাম আফগানিস্তান, শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর
    ১৮ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৪র্থ ম্যাচ: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ২০ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৫ম ম্যাচ: আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ২১ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ৬ষ্ঠ ম্যাচ: বাংলাদেশ বনাম আফগানিস্তান, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
    ২৪ সেপ্টেম্বর ত্রিদেশীয় টি-২০ সিরিজ ফাইনাল ম্যাচ শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর।

    বিএম/এমআর