ডাক্তারদের ওপর বিরক্ত প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

    সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পোস্টিং পাওয়া ডাক্তারদের কাজে যোগ না দেয়ার বিষয়ে দুঃখ, ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    মঙ্গলবার (২৭ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় আলোচনাকালে তিনি এমন অভিব্যক্তি প্রকাশ করেন।

    সভা শেষে প্রধানমন্ত্রীর এই অনুশাসনের বিষয়টি সাংবাদিকদের জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

    ঢাকার বাইরে নিয়োগ পাওয়া ডাক্তারদের ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, ‘চাকুরিস্থলে যদি ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করতেন তারপরও কিছুটা ভালো হতো। কিন্তু তারা চাকরি করেন এক জায়গায় আর প্রাইভেট প্র্যাকটিস বা পার্টটাইম পড়ান অন্য জায়গায়। এতে করে হাসপাতালে সময় দেয়ার মতো সময় তাদের হাতে থাকে না। যার প্রভাব পড়ে সাধারণ মানুষের চিকিৎসাসেবায়।’

    এসময় তিনি আগুন নিয়ন্ত্রণ বিষয়ে সর্বসাধারণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘কোথাও আগুন লাগলে তাৎক্ষণিকভাবে দমকল বাহিনী পানি পায় না। ড্রেন ওয়াটার সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আপনারা প্রয়োজনে বাড়ির আশপাশে খাল-বিল, পুকুরের ময়লা পরিষ্কার করে সেখানে পানি সংরক্ষণ করুন। যেন বিপদের সময় কাজে লাগে।’

    বিএম/এমআর