নির্মাণের আগেই ভেঙে পড়ল শত কোটি টাকার সেতুর গার্ডার

    ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় ভেঙ্গে পড়েছে নির্মাণাধীন সেতুর গার্ডার (বেস্টন)। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ১৫ শ্রমিক।

    রোববার দুপুরে ঝিনাইদহ শহরের ধোপাঘাটা এলাকায় এ ঘটনাটি ঘটে।

    এলাকাবাসী জানান, রোববার দুপুরে সেতুর মাঝখানের গার্ডার সরানোর কাজ চলছিল।

    এ সময় বিকট শব্দ শুনে তারা সেখানে যান। গিয়ে দেখেন দক্ষিণ পাশের গার্ডার ভেঙে পড়ে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

    জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের অধীন প্রায় ১২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর মাঝখানের গার্ডার সরানোর কাজ চলছিল। জাইকার অর্থায়নে মনিকা লিমিটেড পিডব্লউ-৩ প্যাকেজের আওতায় সেতুটি নির্মাণ করছে। দেড় বছর ধরে পাইলিং ও মাটি ভরাটের কাজ শেষে এখন দুই পাশে গার্ডার বসানোর কাজ চলছিল।

    মনিকা লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আব্দুস সালাম জানান, গার্ডার স্থানান্তরের সময় অসাবধানতায় নিচে পড়ে যায়। এতে কেউ হতাহত হয়নি। এতে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ধারণা।

    তিনি আরো জানান, তাদের কাজে কোনো ত্রুটিও ছিল না।

    ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌলী নজরুল ইসলাম জানান, আমরা এ কাজের দেখভাল করি না। ঢাকার একটি প্রজেক্টের মাধ্যমে এ কাজ হচ্ছে। এর একটি অফিস যশোরে আছে। তাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা এ সেতু নির্মাণের খোঁজ রাখি না।

    বিএম/এমআর