রাজশাহীতে মির্জা ফখরুল
    অবৈধ সরকারের নতুন নির্বাচন দেবার নৈতিক সাহস নেই

    বাংলাদেশ মেইল :

    বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে গেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটে এই সরকার নির্বাচিত হয়নি। সুতরাং এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই দেশ চালানোর। তাই আমরা আহ্বানা জানাচ্ছি, অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।’

    বর্তমান সরকারকে সরাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে।’