কুবিতে লাইব্রেরি পরিসেবার সময় বাড়ছে

    কুবি প্রতিনিধি : কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) কেন্দ্রীয় লাইব্রেরি রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্ধিত সময়ে রিডিং সার্ভিস ও ই-সার্ভিস চালু থাকবে।

    সোমবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের অধ্যয়ন ও পাঠসেবার সুবিধার্থে লাইব্রেরি পরিসেবা সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে। বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বর্ধিত এ সময়ে শুধু রিডিং সার্ভিস ও ই-রিসোর্স সেন্টার চালু থাকবে। এ বর্ধিত সেবা আগামী বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে চালু হবে।

    তবে লাইব্রেরির নিয়মিত সকল প্রশাসনিক কার্যক্রম (লাইব্রেরি কার্ড করা, বই লেনদেন কার্যক্রম, ক্লিয়ারেন্স প্রদান ইত্যাদি) পূর্বের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পন্ন করা যাবে।

    উল্লেখ্য, বর্তমানে কুবি কেন্দ্রীয় লাইব্রেরি পরিসেবা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু রয়েছে।

    বিএম/মাহফুজ/আরএস..