গনধর্ষনের মামলায় তিনজনের যাবজ্জীবন

    বাংলাদেশ মেইল | চট্টগ্রাম : হাটহাজারীতে ঘরে ঢুকে শিশুসন্তানের গলায় ছুরি ঠেকিয়ে এক মা’কে পালাক্রমে ধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

    আসামিরা হলেন-ফতেপুরের মো. সোহেল (৩০), গোলাম হাজির বাড়ির মো. মহিউদ্দীন (২৮) ও আজিমপাড়ার ফয়েজ আহম্মদ (৩০)।   রোববার (২৯ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মোতাহির আলী এ আদেশ দেন। এ সময় আসামিরা আদালতে হাজির ছিলেন।

    ২০১৭ সালের ১৭ মে রাত সাড়ে ১২টায় হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের একটি সেমিপাকা ঘরে ঢুকে তিনজন শিশুসন্তানের গলায় ছুরি ধরে মা’কে পালাক্রমে ধর্ষণ করে। পরদিন হাটহাজারী থানায় মামলা করে স্বামী। পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ৬ জুন ১৬৪ ধারায় জবানবন্দি দেন আসামি সোহেল। একই বছরের ১৭ নভেম্বর পুলিশ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে। ৪ অক্টোবর চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বাদী, ভিকটিমসহ ৬ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।