চিটাগাং চেম্বারে ম্যানেজারিয়াল স্কিলের প্রশিক্ষণ

    চট্টগ্রাম মেইল : বর্তমান বিশ্ব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষুদ্র ও মাঝারী উদ্যোক্তা তাঁদের ব্যবসায়িক সেবা, বিপণন, হিসাব এবং বাজার চাহিদার উপর ভালো জ্ঞান ও দক্ষতা রাখলেও শুধুমাত্র কমিউনিকেশন এবং ম্যানেজারিয়াল স্কিলের উপর সম্যক জ্ঞানের অভাবের কারণে ব্যবসা মুখ থুবড়ে পড়ে।

    এই সম্পর্কিত জ্ঞানের মূল উৎস হচ্ছে-টেলিসেমিনার, নেটওয়ার্কিং ইভেন্টস্, মাষ্টারমাইন্ড গ্রুপ ও ওয়ার্কশপ।

    এইসব চাহিদার কথা মাথায় রেখে চিটাগাং চেম্বারের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের উন্নয়নে আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত ম্যানেজারিয়াল স্কিলের উপর ৩ (তিন) দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করতে যাচ্ছে।

    আগ্রহী ছাত্র/ছাত্রীরাও এই কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। আগ্রহী প্রার্থীগণকে আগামী ১২ সেপ্টেম্বর বেলা ১ টার মধ্যে চিটাগাং চেম্বারের নলেজ সেন্টারে (মোবাইল ০১৮১৯-১০১১৬৭) নাম নিবন্ধনের অনুরোধ জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

    বিএম/রাজীব হাসান রাজন/আরএস..