চুনতিতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ১৫

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির নলবনিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে উভয় গাড়ির ১৫জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে।

    শুক্রবার রাত সাড়ে ৮ টায় ঘটনাটি ঘটে।

    জানা যায়, চট্টগ্রাম অভিমূখী এস আলম পরিবহণের একটি বাসের সঙ্গে কক্সবাজারমূখী আল সফর নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে উভয় বাসের ১৫জন গুরুতর আহত হন। সংঘর্ষের পর মহাসড়কের মাঝখানে বাস দুইটি থাকায় ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ হয়ে যায়।

    দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস কর্মীরা, পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

    আহতদের মধ্যে দুই বাস চালকের অবস্থা গুরুতর। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে ।

    স্থানীয়দের তথ্যমতে, চট্টগ্রাম অভিমূখি এস আলম পরিবহনের একটি বাস (চট্টমেট্রো-ব ১১-০২৪৭) কক্সবাজার মূখি আল সফর নামের একটি বাস(চট্টমেট্রো ব-০৫-০১৯৯) বাসের মূখোমূখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের ১৫ জন যাত্রী আহত হন।

    আহতরা হলেন এস আলম পরিবহনের চালক চকরিয়ার মঞ্জুর আলম (৪০) ও আল সফর পরিবহণের বাসের চালক কাজল (৪৫), আনোয়ারা চাতরী চৌমুহনী এলাকার পারভেজ (২১), আরফাত (১৯), মাসুদ (২৩), নুরুজ্জামান (২২), তারেক (২১), জহির উদ্দিন (২৫), পেকুয়ার মোঃ রেজাউল করিম (২৪), চকরিয়ার মোঃ মিজান (৪০), মোঃ রিদওয়ান (৪৫), কোরবান আলী (৪৮), জাহাঙ্গীর আলম (৩৫), রামুর মোঃ হাবিব (৪৩) ও টেকনাফের মোঃ সমশু (৪৫)।

    খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশ ও দোহাজারী হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

    দোহাজারী হাইওয়ে থানার সেকেন্ড অফিসার হারুন জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি আটক করা হয়েছে।

    বিএম/এমআর