নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে ছয়জনের মৃত্যু

    বাংলাদেশ মেইল:

    নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্পিরিট পান করে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

    শুক্রবার সকাল থেকে শনিবার ভোর পর্যন্ত কোম্পানীগঞ্জের বসুরহাট পান বাজার সংলগ্ন রফিক হোমিও হলের স্পিরিট পান করে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় স্পিরিট বিক্রেতা ‘হোমিওপ্যাথি চিকিৎসক’ সৈয়দ জায়েদ উল্লাহ (৬৫) ও তার ছেলে সৈয়দ মিজানুর রহমান প্রিয়মকে (৩০) আটক করেছে পুলিশ।

    মৃতরা হলেন উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাঁশ ব্যাপারী বাড়ির নূর নবী মানিক (৫০), একই এলাকার ক্ষিরত মহাজন বাড়ির অনীল রায়ের ছেলে রবি লাল রায় (৫৫), মোহাম্মদনগর গ্রামের ফয়েজ আহমদের ছেলে মহিন উদ্দিন (৪০), চর কাঁকড়া ইউয়িনের ৪ নং ওয়ার্ডের আবদুল আজিজের ছেলে আবদুল খালেক (৫৮), সিরাজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন রইসুল হকের ছেলে মো. সবুজ (৬০)।

    শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বসুরহাট পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাশেম ব্যাপারী বাড়ির আবদুর রহমানের ছেলে ওমর ফারুক লিটন (৫৫) মারা যান। তবে অসুস্থ পাঁচজনের নাম শোনা গেলেও একজনের পরিচয় মিলেছে।