পাসপোর্টসহ তিন রোহিঙ্গা আটক

    চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় বাংলাদেশি পাসপোর্টসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার রাতে আকবরশাহ থানার ১নং রোডের মীর সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। এসময় তারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল।

    আটককৃতরা হলেন- মো. ইউসুফ (২৩), মো. মুসা (২০) ও মো. আজিজ (২২)। তাদের মধ্যে ইউসুফ ও মুসা আপন ভাই। তাদের বাবার নাম আলী আহমদ। আর আজিজের বাবার নাম জমির হোসেন।

    আকবরশাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আটক তিন রোহিঙ্গা নাগরিক মিয়ানমারের মংডু থেকে ২০১৭ সালে বাংলাদেশে প্রবেশ করে। বর্তমানে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পরিবার নিয়ে থাকতো।

    গতকাল রাতে আকবরশাহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় তাদের আচার-আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা স্বীকার করে। তাদের কাছ থেকে তিনটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

    তারা জানায়,তাদের বাড়ি মিয়ানমারের মংডু এলাকায়। তারা পাসপোর্ট নিয়ে ঢাকায় তুরস্কের দূতাবাসে যাওয়ার চট্টগ্রামে এসেছে। দালালের মাধ্যমে নোয়াখালী থেকে তারা পাসপোর্টগুলো তৈরি করিয়েছিল। তারা বর্তমানে থানায় রয়েছেন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাদের আদালতে পাঠানো হবে।

    ওসি আরও বলেন, এই তিন রোহিঙ্গা কীভাবে পাসপোর্ট পেল তা তদন্ত করে দেখা হবে।

    বিএম/এমআর