স্কুলে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর পাশেই বিএনপির নেতা  মীর নাসিরের ছবি

    বাংলাদেশ মেইল, ডেস্ক :

    চট্টগ্রামের হাটহাজারী উপজেলার একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশেই এখনো লাগানো রয়েছে বিএনপির শীর্ষ নেতা  মীর নাসিরের ছবি।

    হাটহাজারী উপজেলার পৌরসভাস্থ মীর নোয়াবুল হক হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সেলিম উদ্দীন রেজার কার্যালয়ে এ ছবিটি দৃশ্যমান হয়।

    প্রধান শিক্ষককে ফুলের শুভেচ্ছা জানানোর একটি ছবি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।

    এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন বলেন, উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের অফিসে দেয়ালে টাঙ্গানো ছবিটি আমিও দেখেছি। জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে কেন মীর নাসিরের ছবি টাঙ্গানো হয়েছে এর কারণ জানতে চেয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজাকে শীঘ্রই শোকজ করা হবে।

    এ বিষয়ে জানতে স্কুলের প্রধান শিক্ষক সেলিম উদ্দিন রেজাকে ফোন করা  হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।