সাকিব কে নোটিশ দেবে-বিসিবি
    বিসিবি কে না জানিয়ে চুক্তি বিশ্বসেরা অলরাউন্ডারের

    Sakib Al Hasan
    সাকিব আল হাসান: ফাইল ছবি

    অনলাইন ডেস্ক: বিসিবিকে না জানিয়ে একটি মোবাইল কোম্পানির সঙ্গে চুক্তি করায় সাকিব আল হাসানকে কারণ দর্শানোর নোটিশ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

    শনিবার গণমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন বলেন, এই ধরনের চুক্তি কোনোভাবেই সাকিব করতে পারে না। এ ধরনের চুক্তিতে তিন বছরে বোর্ডের প্রায় ৯০ কোটি টাকা লস যাবে। লাভবান হবেন খেলোয়াড়।

    খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তি অনুযায়ী, জাতীয় ক্রিকেট দলের চুক্তিবদ্ধ একজন খেলোয়াড় ইচ্ছেমত যেকোনো টেলিকম কোম্পানির সঙ্গে যুক্ত হতে পারেন না। কিন্তু এই চুক্তি ভঙ্গ করেছেন সাকিব আল হাসান।

    টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব বিসিবির অনুমতি না নিয়ে দেশের শীর্ষস্থানীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন-এর পণ্যদূত হয়েছেন। গ্রামীণফেোনের এক বিজ্ঞাপনে এই বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

    আরো পড়ুন: বাংলাদেশ -ভারত টেস্ট দেখতে যাবেন প্রধানমন্ত্রী

    বিএম/ফাচৌফ