টেকনাফে ৪ লক্ষ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

    বাংলাদেশ মেইল : টেকনাফ ২ বিজিবি সদস্যরা দমদমিয়া এলাকায় নাফ নদীর কেওড়া বনে অভিযান চালিয়ে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

    বিজিবি সূত্রে, ২৩ অক্টোবর টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়াক মেজর শরিফ উদ্দিন জোমাদারের নেতৃত্বে দমদমিয়া বিওপির জওয়ানরা বিএসপিখালের নিকট কৌশলগত অবস্থান নেই।

    এসময় ৪/৫জনের একটি দল রাত ৩টার দিকে হাজিরখাল হতে ২০০ মিটার উত্তরে কেওড়া বাগানের দিকে চলে যেতে দেখে ধাওয়া করলে অন্ধকারে সুযোগে কেওরা বাগানের পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি জওয়ানরা কেওড়া বাগান এলাকায় তল্লাশি করে ৪ লাখ ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।

    টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা গুলো টেকনাফ বিজিবির সদর দপ্তরে জমা রাখা হইছে যা পরবর্তী প্রশাসন স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধংস করা হবে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।