জাবিতে সংঘর্ষ,ছাত্রলীগের হামলায় আহত ৩০,অপহরণের অভিযোগ

    বাংলাদেশ মেইল: জাহাঙ্গীরনগর বিশ্বদ্যিালয়ে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। ছাত্রলীগের হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষক, সাংবাদিকসহ অন্তত: ৩০ আন্দোলনকারী। আজ বেলা সাড়ে ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। এদিকে আন্দোলনকারীদের অভিযোগ, তাদের বেশ কয়েকজনকে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগ তাদের তুলে নিয়ে গেছে।বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে এম্বুলেন্স আসলে ভিসিপন্থি শিক্ষক মুস্তাফিজুর রহমান লাল তা আটকে দেন।

    বিশ্ববিদ্যালয়ের চলমান মেগাপ্রকল্পে দুর্নীতিসহ নানা অভিযোগ এনে গত তিনমাসের বেশি সময় ধরে আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ।ভিসির বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি ছাত্রলীগকে দুই কোটি টাকার দিয়েছেন। এর বিরুদ্ধে ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে যোগ দেন শিক্ষদের একটি অংশ। ভিসির পদত্যাগ দাবি করেন তারা।

    এরই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা থেকে ভিসির বাসভবন ঘেরাও করে আন্দোলনকারীরা। এ সময় বাসার ভেতরে ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম অবরুদ্ধ হয়ে পড়েন।

    আজ সকালে এ অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মিছিল নিয়ে ভিসির পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা হাজির হন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে ছাত্র হাতাহাতির একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।