বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার ডুবে একজন নিহতসহ অনতত ১২ জন আহত হয়েছে

    নিউজ ডেস্ক :বঙ্গোপসাগরে টেকনাফের কাছাকাছি সন্ধানী নামের একটি ফিশিং ট্রলার অপর দিকে থেকে ধেয়ে আসা আরেকট ট্রালারের ধাক্কায় ডুবে যায়। এতে একজন নিহত ও ১২ জেলে আহত হওয়ার খবর পাওয়া যায় ।
    সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে একটি জাহাজের ধাক্কায় এ ঘটনা ঘটে।

    ঘটনাস্থলের কাছাকাছি স্থানীয় জেলেদের একটি জাহাজ অবস্থান করছিল। এ সময় ওই জাহাজে থাকা জেলেরা তাৎক্ষণিক সংকেত পেয়ে দ্রুত ছুটে গিয়ে ১২ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও একজন কে মৃত অবস্থায় পায়।
    ডুবে যাওয়া ট্রলারটির নাম জানাতে পারলেও ট্রলার মালিকসহ ওই ট্রলারে থাকা জেলেদের নাম-পরিচয় জানাতে পারেনি।

    এর সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট কর্মকর্তারা আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুঠোফোনে জানান, ১২ জেলেসহ সন্ধানী নামের ফিশিং ট্রলার অপর একটি ট্রলারের সাথে ধাক্ষা লাগলে সেটি পানিতে তলিয়ে যায়।ট্রলারটির কাছে থাকা আরেকটি ট্রলার দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তারা সাগরে ভাসমান ১২ জেলেকে উদ্ধার করে।এক ঘটনায় এক জেলের মৃত্যু হয়েছে। ট্রলারে থাকা বাকি জেলেরা আহত হয়।আহতদের টেকনামের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

    অনেকে অভিযোগ করেন, এর আগে বহু ট্রলার ডুবি ও জেলে নিখোঁজের ঘটনা ঘটেছে। সরকারের এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া দরকার বলে জানান তারা।