বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে পুলিশের অভিযান, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

    বাংলাদেশ মেইল: বেগম রোকেয়া বিশ্ববিদ্যায়ের দুই আবাসিক হলে সোমবার রাত দেড়টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত অভিযান চালিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।ভর্তি পরীক্ষাকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে প্রভোস্ট কমিটি। তবে গভীর রাতে প্রশাসনের আকস্মিক এ অভিযানে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

    সোমবার রাত দেড়টার দিকে তিন শতাধিক পুলিশ সদস্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ মুখতার ইলাহী হলে অভিযান চালায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।অভিযানের আগাম তথ্য ছড়িয়ে পড়ায় রাত ১০টার আগেই হল থেকে সটকে পড়েন অনাবাসিক শিক্ষার্থীরা। এরপরও কিছু অনাবাসিক শিক্ষার্থী হলে থেকে গেলে তাদেরকে বের করে দেয়া হয়নি।

    তবে দীর্ঘ এ অভিযানে বহিরাগত দুই যুবককে আটক করে পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।